parbattanews

কাপ্তাই থেকে পাহাড়ের লিচু যাচ্ছে শহরে

রাঙামাটি কাপ্তাই থেকে ট্রাক বোঝাই করে পাহাড়ের লিচু যাচ্ছে শহরে। সবেমাত্র সুস্বাদু লিচু বাজারে আসতে শুরু করেছে।

অতি মুনাফা লাভের আশায় মৌসুমি ব্যবসায়ীরা পাহাড়ের লিচু পাকার পূর্বেই বাজার কিংবা শহরে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে।

কাপ্তাই, বিলাইছড়ি ও তার আশপাশ এলাকায় ব্যাপক লিচুর ফলন হলেও সফলতা কম বলে জানান চাষিরা।

এবার তেমন বৃষ্টিপাত না হওয়ার দরূন গাছে লিচু আসার আগে পোকা ও চিঠা হয়ে ঝড়ে পড়েছে।

বিলাইছড়ি থেকে লিচু নিয়ে আসা মংসুচাই মারমা জানান, প্রায় ৩/৪ একর জায়গায় বাগানে লিচু চাষ করেছি। কিন্ত বৃষ্টিপাত আশানুরূপ না হওয়ার ফলে গাছে পানির অভাবে বেশিরভাগ লিচু নষ্ট হয়ে যায়। পোকার জন্য বিষ প্রয়োগ করলেও পানি না পাওয়ার দরূন বেশির ভাগ লিচু নষ্ট হয়ে ঝড়ে পড়েছে।

কাপ্তাই উপজেলার লিচু চাষি আমিহ্লা চাকমা জানান, আগের মত এবার তেমন চাষ হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। লিচু বড় বা নষ্ট হওয়ার আগে বাজার ব্যবাসয়ীদের নিকট একটু ভাল দামে বিক্রয় করে দিচ্ছি।

মৌসুমী লিচু ব্যবসায়ী আজিজ জানান, দেশি লিচু ১০০ বাগান থেকে ক্রয় বা বিভিন্ন খরচ বাবদ ৮০/৯০ টাকা পরে। কিন্ত বাজারে বা শহরে বিক্রয় করতে হয় ১০০ লিচু ১৫০ বা ২০০ টাকা বিক্রয় করতে হয়।

কাপ্তাই নতুনবাজার বিকাল বেলা দেখা যায় শ্রমিকরা মাথায় ঝুড়ি বোঝাই করে শহরের উদ্দেশ্যে লিচু ট্রাক বোঝাই করছে।

Exit mobile version