কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জয়নাল, সম্পাদক একরাম


কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সববায় সমিতি লিঃ রেজিনঃ-৩(কাঃউঃ)- এর ত্রি-বার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
বাজার কার্যালয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে অনুষ্ঠিত হয় নির্বাচন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাদিরা বেগম ও সদস্য সচিব মো. নুর আলম রাত ১০টায় বেসরকারী ভাবে নির্বাচিত কার্যকরী সদস্যদের ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ে ১২সদস্য বিশিষ্ট কমিটিতে যারা বিপুল ভোটে বিজয় হয়েছে তারা হল, সভাপতি মোঃ জয়নাল আবেদীন সহ সভাপতি-২জন মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক যুগ্নসম্পাদক প্রিয়তোষধ ধর পিন্টু (বিনা প্রতিদ্বন্দিতায়), সাংগঠনিক- মোঃ সাদ্দাম হোসেন, অর্থ-মোঃ সিরাুজল ইসলাম।
এছাড়াও সদস্য পদে -৫জন, মোঃ ইয়াছিন, মোঃ লোকমান হোসেন, মোঃ কতুব উদ্দিন, মোঃ মোকারম ও মোঃ রফিকুল আলম।
সভাপতি পদে বিজয়ী মোঃ জয়নাল আবেদীন বলেন, বাজারের সকল সদস্য যারা আমাকে নির্বাচিত করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছি। এছাড়া বাজারের সকল সমস্যা শৃঙ্খলা এবং উন্নয়নমূলক কাজ সমাধান করব।
নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক বলেন, আমি সকলের প্রতি আন্তরিকতা প্রকাশ করছি। এবং বাজারের সকল উন্নয়ন মূলক কাজ ও শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্য হয়ে কাজ করব বলে মন্তব্য করে।
ঐতিহ্যবাহি নতুন বাজার নির্বাচনে বিভিন্ন দলের নেতৃবৃন্দ নির্বাচন চলাকালিন পরিদর্শন করে।