parbattanews

কাপ্তাই নিরাপত্তাবাহিনী ও বনবিভাগের অভিযানে গাড়িসহ কাঠ জব্দ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ৫ আর ই বাংগালহালিয়া নিরাপত্তাবাহিনীর ও বন বিভাগের টহলদলের যৌথ অভিযানে পাচারের সময় চাঁদের গাড়িসহ তিন লাখ টাকার কাঠ জব্দ করা হয়।

বাংগালহালিয়া বন স্টেশন অফিসার  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছেলমারা এলাকায় মেঠোপথ দিয়ে  চাঁদের গাড়ি (নোয়াখালী, ক-৩৭৬) করে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অবৈধভাবে গাড়ি নিয়ে  পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এমদাদুল হক ও  বনবিভাগের বিশেষ টহল দলের দলনেতা আব্দুল হাই ও স্টেশন কর্মকর্তা কনক বড়ুয়া  তাড়া করে ১৩০ ঘনফুট  সেগুন, গামার, গর্জন ও চাপালিশ রদ্দা কাঠ জব্দ করে।

এছাড়া বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ টহল দল অভিযান চালিয়ে  কাঁকড়াছড়ি এলাকা হতে ১৩৩ ঘনফুট ফুট বিবিধ গোল কাঠসহ নাম্বার বিহীন একটি মিটি ট্রাক দাওয়া করে  আটক করা হয়। আটককৃত মালামালের  মূল্য তিন লাখ টাকা বলে জানা যায়। এ ব্যাপারে পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version