parbattanews

কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর সাপ অবমুক্ত

রাঙামাটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২০ মে) দুপুর ১টায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ও বনপ্রহরীরা উদ্ধার হওয়া অজগর সাপটি অবমুক্ত করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, রাঙামাটি সদর ১নং পাথরঘাটা মহসিন কলোনি রির্জাভ বাজার হতে স্থানীয় জনতার সহতায় সকালে সাপটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৭ ফুট, ওজন ৫ কেজি। পরে দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালে মো. শোয়াইব খান (ডিএফর’র) নির্দেশে এটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন, বনপ্রহরী গিয়াসউদ্দিন আহমেদ, আ. রাজ্জাক (বিএম) ও মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

Exit mobile version