কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির অজগর অবমুক্ত


পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের ফ্রিংখিয়ং বিট হতে বন বিভাগের লোকজন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ‘এর নির্দেশে বিট এলাকা হতে বিরল প্রজাতির দশফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ উদ্ধার করেন।
মঙ্গলবার(২৫ আগস্ট)সকাল ৯ টায় এই বিরল প্রজাতীর সাপটি উদ্ধার করা হয়।
পরবর্তী ডিএফওর নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর সাপটিকে অবমুক্ত করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম, সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, বিট কর্মকর্তা শহিদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা জানান, এর পূর্বে আরো কয়েকটি অজগর সাপ এ ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।