parbattanews

কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৫ ফুট দৈর্ঘ্য অজগর অবমুক্ত

কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৫ ফুট দৈর্ঘ্য জনতার হাতে আটক অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২২ডিসেম্বর) সকাল ৮ টায় ১নং চন্দ্রঘোনা রেশম বাগান গবেষণা কেন্দ্র স্থানীয় তরনমনি তনচংগ্যা লোকালয়ে হতে সাপটিকে উদ্বার করে। এবং কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেয়।

পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান সাপটিকে নিয়ে কাপ্তাই ন্যাশনাল পার্কে রাম পাহাড় বিট এলাকায় সকাল ১১ টায় অবমুক্ত করা হয়। রেঞ্জ কর্মকর্তা জানান, উদ্বারকৃত অজগরটির দৈর্ঘ্য ১৫ ফুট এবং ওজন হবে প্রায় ৩০কেজির মত।

অবমুক্ত কালিন এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমা, রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version