কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের আনসার কোয়ার্টারে বন্য হাতির তাণ্ডব

fec-image

রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাতে বন্য হাতির একটি দল ব্যাপক তাণ্ডব চালিয়ে আনসার ব্যারাকের কোয়ার্টার ভাঙচুর করেছে। রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কর্ণফুলী রেঞ্জ এলাকা থেকে হাতির দলটি লোকালয়ে প্রবেশ করে এই তাণ্ডব চালায়। তারা আনসার কোয়ার্টারের দরজা, জানালা এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আবাসিক এলাকার মানুষ এবং ব্যারাকে অবস্থানরত আনসার সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কর্মকর্তারা। কাপ্তাই ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বাঁশি ও হুইসেল বাজিয়ে হাতিগুলোকে রাত ১২টার দিকে তাড়ানো হয়।

কাপ্তাই রেঞ্জ ও জেটিঘাট স্টেশনের কর্মকর্তা এএসএম মহিউদ্দিন মিশু জানান, বনের মধ্যে খাদ্যের অভাবে হাতিগুলো খাবারের সন্ধানে লোকালয়ে আসছে এবং এ ধরনের তাণ্ডব চালাচ্ছে। উল্লেখ্য, হাতির আক্রমণ প্রতিরোধে কোটি টাকার সোলার ফেন্সিং স্থাপন করা হলেও তা বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে। দ্রুত ফেন্সিং সংস্কারের জন্য স্থানীয়রা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন