কাপ্তাই পাল্পউড বাগান বিভাগে ১০ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

fec-image

রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ১০ একর জায়গা দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জের ১৮-১৯ সনের বাগান দীর্ঘ ১২/১৩ বছর পূর্বে জবর দখলে থাকা সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলাম রাজভিলা রেঞ্জে অবৈধ দখলে থাকা ১০ একর বনজ সম্পদ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে দখল মুক্ত করে।

পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ দলীয় ক্ষমতার দাপটে দীর্ঘ ১২/১৩ বছর যাবত রাজভিলা রেঞ্জের ১০ একর জায়গা জবর দখল করে রাখে। জবরদখল জায়গায় বন বিভাগের গামার, গর্জন, আকাশ মনি, সুরুজ, বয়রা, মালাকানা(বিলুপ্ত প্রজাতি), হরোটকি, কদম, চাপালিশসহ ২২ প্রজাতির গাছ রয়েছে। এরশাদ মাহামুদ সে খানে জবর দখল করে বসতি স্থাপন করে রাখে। আমরা অভিযান করে বসতি উচ্ছেদ করি এবং বন বিভাগের জায়গা ও বনজ সম্পদ উদ্ধার করি। উচ্ছেদ অভিযানে বাঘমারা রেঞ্জ অফিসার মো. ফিরোজ আলম, সদর রেঞ্জ অফিসার মো. জাহিদুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ অফিসার তুহিনুল হকসহ বন বিভাগের অস্থায়ী ক্যাম্পের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন