কাপ্তাই পুলিশের অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাপ্তাই থানা পুলিশের পৃথক অভিযান এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ও চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট এলাকা থেকে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী হলেন, নুরুল ইসলাম (৩২) ও এজাহারভুক্ত মো. জাবেদ হোসেন প্রকাশ জাবেদ।
গ্রেপ্তারকৃতদের সোমবার রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয় বলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত মো. মাসুদ (ওসি) জানান। তিনি আরও বলনে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) ভোরে কাপ্তাই থানার এএসআই রবিউল আলম, এএসআই মনিরুল ইসলাম, এএসআই আলউদ্দিন ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই থানার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গত রোববার (২৪ নভেম্বর) থানার এসআই ফরহাদ এবং সঙ্গীয় ফোর্স অপর এক অভিযানে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট এলাকা থেকে কাপ্তাই থানার মামলা নং-০১, তাং-০৬/১১/২৪ এর এজাহারনামীয় আসামী মো. জাবেদ হোসেন প্রকাশ জাবেদকে আটক করা হয়।
আটক আসামীদ্বয়কে সোমবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।