parbattanews

কাপ্তাই প্রজেক্ট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিউবো মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই প্রজেক্ট ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হযয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বদরুল আহমদ জিপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এটিএম আব্দূজ্জাহের (ব্যবস্থাপক, কপাবিকে, বিউবো, কাপ্তাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান এবং বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদ হাসান (নির্বাহী প্রকৌশলী, কপাবিকে, বিউবো, কাপ্তাই), মো. কয়সুল বারী (উপ-ব্যবস্থাপক, কপাবিকে, বিউবো, কাপ্তাই), প্রকৌশলী মো. আব্দুল লতিফ (চেয়ারম্যান, ৪নং কাপ্তাই ইউপি), মো. জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (নিরাপত্তা), কপাবিকে, বিউবো, কাপ্তাই, মো. আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, বি-১৯০২ (সিবিএ), কপাবিকে, বিউবো, কাপ্তাই, মো. রবিউল হোসাইন (রিজিওনাল ম্যানেজার, নিলয় মট্র্স, চট্টগ্রাম), কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পীযূষ কান্তি দাস ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ড্রিম নাইট (সাদা জার্সি) ট্রাইবেকারে ৪-৩ গোলে থান্ডার এফসি (বেগুনী জার্সি) কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। থান্ডার এফসি রানার্সআপ হয়। লিগ পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট গত ১২ ডিসেম্বর ২০২০ তারিখ শুরু এবং মোট ৬টি দল অংশ নেয়। ফুটবল টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন জালাল উদ্দিন চৌধুরী।

Exit mobile version