রাঙ্গামাটি কাপ্তাইয়ে কর্ণফুলী রেঞ্জের ফ্রিংখিংয় বিটে গভীর রাতে বন্যহাতি হামলা চালিয়ে অফিস ভাংচুর করেছে।বনকর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আশ্রয় ও ১০রাউন্ড ফাঁকা গুলিকরে নিরাপদ নিয়ে আসা হয়। বনের ভিতর ফ্রিংখিংয় বটিটের বনকর্মী যখন শবেবরাত নামাজরত তখন পিছন থেকে ১১টি বন্যহাতি এ অফিসে এসে ৪০মিনিট হামলা চালায়।বন্যহাতি হামলা চালিয়ে অফিস, ঘরের আসবাবপত্র, বনকর্মীদের চাল, ডাল, ভাত, পানির টাংকি, বিদ্যুৎতের তারসহ সকল কিছু ভাংচুর কর।একপর্যায়ে অফিসের বনকর্মীরা নিজের প্রাণ বাঁচাতে টয়লেটের ভিতর আশ্রয় নেয়। অফিসের পাশ্ববর্তী লোকজন হাতির তান্ডব এর খবর পেয়ে কর্ণফুলী সদর রেঞ্জের বন বিভাগের লোকজন কে সংবাদ দেয়া হলে তারা দ্রুত এসে বনকর্মীদের রক্ষা করার জন্য ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এবং ৫ জন বনকর্মীকে আশ্রয় নেয়া টয়লেট হতে উদ্বার করে।বনকর্মী ফিরোজ মাকিক জানান, আমরা সকলে রাতে শবেবরাত নামাজ পড়ার সময় হাতি পিছন থেকে আসে। প্রথমে ধারণা করছে গরু এসেছে।পড়ে দেখে ১১টি হাতি।হাতিকে বলে মামা আমরা সরকারি লোক তোমরা চলে যাও। আমাদের ক্ষতি করিস না। একপর্যায়ে হাতি চলে গিয়ে আবার দলবেঁধে রাত ১১টায় এসে অফিসে হামলা চালিয়ে সব ভাংচুর করে। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার সাধন করে বলে যান।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী রেঞ্জার মো.মনিরুল ইসলাম জানান, আমরা রাতে খবর পেয়ে দ্রুত ফ্রিংখিংয় বিটে ছুটেগিয়ে ১০ রাউন্ড ফাঁকা গুলিকরে বনকর্মীদের প্রাণে রক্ষাকরি। অবার এসে হামলা চালাতে পাড়ে সন্দেহে পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে ইঞ্জিন চালিত বোটে বনকর্মীদের নিরাপদ আশ্রায় করে দেয়া হয়।ভোর রাত ৪টা বাজে পুনরায় বন্যহাতি দলটি অফিসে হামলা চালায়। এসময় অফিসের রান্নাকরা চুলাসহ সকল কিছু তান্ডব চালিয়ে চলে যায়। বনকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।তিনি আরও জানান, বনের ভিতর খাদ্য না পাওয়ায় বন অফিসে এসে হামলা চালায়।এর কয়েকদিন আগে মুসলিম পাড়ার চাষিদের লাখ লাখ টাকার কলাগাছসহ ফসলি জমির ক্ষতি সাধন করেছে।
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255