parbattanews

কাপ্তাই বিএন স্কুলের ৭৮ জিপিএ-৫ অর্জনকারীদের সংবর্ধনা

B N SCHOOL copy

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার মধ্যে জেএসসি ও পিএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে ২০১৬ সালে জিপিএ-৫ অর্জনকারী কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী (বিএন) স্কুল সেরা ফলাফল অর্জন করে।

বুধবার বিকাল সাড়ে তিনটায় নৌবাহিনী স্কুলের পিএসসি ও জেএসসি কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে পিএসসি জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী ২৪জন এবং জেএসসি জিপিএ-৫ অর্জনকারী ৫৪ জনকে মেডেল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭৮জন কৃর্তি শিক্ষার্থীদের গলায় মেডেল পরিয়ে দেন বাংলাদেশ নৌবাহিনী বিএন স্কুলের সভাপতি ও শহীদ নৌ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক কমডোর এম মাহবুব-উল ইসলাম(এন), বিএসপি, এনডিসি, বিএন।

এ সময় বিএন স্কুলের অধ্যক্ষ ইন্সট্রাক্টর কমান্ডার এম রুহুল আমিন সরকার(এন) বিদ্যালয়ের সার্বিক ফলাফলের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,  সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি বিভাগীয় প্রধান মাহাবুবু আলম, নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, নৌবাহিনীর অফিসারগণ, বিএন স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, রাঙ্গামাটি জেলার মধ্যে ২০১৫-১৬ ফলাফলের দিক দিয়ে সেরা স্কুলের মান অর্জন করায়  শিক্ষক, তথা শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Exit mobile version