কাপ্তাই ভাল্লুকিয়া বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা দিয়েছে সেনাবাহিনী
রাঙামাটি কাপ্তাই জোনের সার্বিক সহযোগিতায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভাল্লুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১১টায় কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের জোন অধিনায়কের নির্দেশনায় বাঙালহালিয়া ক্যাম্প অধিনায়কের নেতৃত্বে রাইখালী ইউনিয়নের দুর্গম ভাল্লুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর জন্য ১২টি বৈদ্যুতিক পাখা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট হস্তান্তর করা হয়। এ দুর্গম পার্বত্য অঞ্চলের অবহেলিত বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি ও আসন্ন গরমের তীব্রতা দূর করার লক্ষে এ বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বৈদ্যুতিক পাখা, ভাল্লুকিয়া বিদ্যালয়
Facebook Comment