parbattanews

কাপ্তাই লেকের পানি শুন্যতায়  সর্বনিম্ন পর্যায়ে কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটির কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে পৌঁছেছে । অনাবৃষ্টি এবং প্রচন্ড তাপদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে সংকট সৃষ্টি হয়েছে।

পানি কমে যাওয়ায় ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

এছাড়া হ্রদের নির্ভরশীল কয়েকটি উপজেলার সাথে ২/৩ মাস যাবত নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রবিবার (২১ মে) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব ক’টি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে পৌঁছেছে ।

তিনি আরও জানান, কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ১ নম্বর ইউনিট চালু রয়েছে। এই ইউনিট হতে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই হ্রদের পানির পরিমান ৭৩.৬২ ( মীনস সি লেভেল) । রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৭৮.২০ ফিট এমএসএল (মীন সী লেভেল) । পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এই সংকট হতে উত্তরণ সম্ভব নয় বলে জানান এই কর্তৃপক্ষ

Exit mobile version