কাপ্তাই লেকে নতুন প্রজাতির মাছ শনাক্ত


রাঙ্গামাটির কাপ্তাই লেকে সম্পূর্ণ নতুন প্রজাতির মাছ শনাক্ত করেছেন দেশীয় বিজ্ঞানীরা। গত ২৭ মে, এ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
মাছটির নাম Sperata aurella। দেখতে অনেকটা আইর ও বাগাড়ের মতো। তবে এ দুটো মাছের সাথে নতুন মাছটির রয়েছে বেশ কিছু পার্থক্য।
এর গোঁফ আইরের তুলনায় লম্বা। লেজ, মাথার পেছনের কাঁটা, ধূসর পিঠ, ফ্যাকাসে পেট—এগুলোও আইর ও বাগাড়ের সাথে তফাৎ সৃষ্টি করে। তবে সবচেয়ে বড় কথা—এই মাছের ডিএনএ অন্য দুটো মাছের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
মাছটি মিঠা পানির। তবে বাংলাদেশের মিঠা পানিতে এই মাছটির কোনো রেকর্ড ছিল না। তবে শ্রেণিবিন্যাসে রাজ্য, পর্ব, বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র ও গণ পর্যন্ত মাছটির সাথে আইর বা বাগাড়ের সাথে এই মাছের মিল রয়েছে। শুধু প্রজাতিতে আলাদা। তাই আইর ও বাগাড়ের মতো Sperata aurella ও গুরুত্বপূর্ণ।