কাপ্তাই লেকে পর্যটকবাহী বোট ডুবে ২ পর্যটক নিহত
রাঙামাটির ডিসি বাংলো এলাকায় কাপ্তাই হ্রদে গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে বোট ডুবে ২ পর্যটক নারী নিহত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) শহরের ডিসি বাংলো ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার জয়পুরহাট থেকে ৬৫ জনের পযটক দল ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হয়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় শহরে ফিরার পথে ডিসি বাংলাঘাট এলাকায় হ্রদে ভেসে থাকা গাছের গুঁড়ির সাথে পর্যটকবাহী বোটটি ধাক্কা লেগে সকলে হ্রদে ডুবে যায়।
এ সময় উদ্ধাকারী ফায়ার সার্ভিস দল এবং পুলিশ পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হলেও দুই নারী ঘটনাস্থলে মারা যায়। উদ্ধারকর্মীরা ৬১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তিন পর্যটককে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এএসপি যোগ করেন।
নিউজটি ভিডিওতে দেখুন: