parbattanews

কাপ্তাই লেক থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর কাপ্তাই লেক থেকে উদ্ধার করা হয়েছে অমর চাকমা (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাপ্তাই ইউনিয়নের ভাইবোনছড়া সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দল।

এর আগে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওই এলাকায় নৌকা থেকে পড়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন সাবেক এই ইউপি সদস্য।

নিহত অমর চাকমা কাপ্তাই ৪নম্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এবং ভাইবোনছড়া এলাকার মৃত মন চাকমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

কাপ্তাই থানার মো. নাসির উদ্দিন(ওসি) বলেন, নৌ বাহিনী ডুবুরি দলের সহায়তায় পুলিশ সদস্যরা ওই এলাকায় গিয়ে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version