parbattanews

কাপ্তাই শিলছড়ি আনসার ব্যাটালিয়নের বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন প্রচারণা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর শিলছড়ি পক্ষ থেকে করোনা মোকাবেলায় মঙ্গলবার (২৭ জুলাই) শিলছড়ি এলাকায় সচেতনমূলক মাইকিং, মাস্ক বিতরণ ও বিনামূল্য কোভিড -১৯ ভ্যাকসিন নিবন্ধন এবং টিকা দেয়ার ব্যবস্থা বিষয়ে মাইকিং করা হয়েছে।

ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট রাজিব কুমার দে বলেন, সকলে মাস্ক ব্যবহারে সচেনত হউন। এবং যারা কোভিড ভ্যাকসিন নিবন্ধন করেননি তারা সকলে আমাদের অফিস কার্যালয়ে এসে যোগাযোগ করুন, আমরা বিনামূল্যে নিবন্ধন করে দিব। টিকা নিয়ম অনুযায়ী ব্যবস্থা করে দিবে বলে প্রচারণা করেন।

এসময় আনসার ব্যাটালিয়ন পিসি হাসান সুজন, হাবিলদার মোজাম্মেল, ইউপি সদস্য মাহাবুব আলম, সমাজকর্মী সারোয়ার হোসেনসহ আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।

Exit mobile version