সংস্কার জরুরি

কাপ্তাই শিল্পএলাকা মসজিদ ভিত্তি শিশুগণ শিক্ষা কেন্দ্রটি ভাঙ্গনের মুখে

fec-image

কাপ্তাই বিএফআইডিসি শিল্পএলাকায় স্থাপিত সামাজিক প্রতিষ্ঠান মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রটি ভাঙ্গনের মুখে। যে কোন সময় কেন্দ্রটি ভেঙ্গে পাশের গভীর খাদে পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ মসজিদভিত্তি শিশু গণশিক্ষা কেন্দ্রটি ২০০৩ সাল থেকে পরিচালনা হয়ে আসছে।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কেন্দ্রটির নিজস্ব কোন জায়গা বা প্রতিষ্ঠান নেই। এটা সংস্কার করার কোন নিজস্ব অর্থ দেয়ার বিধান নেই বলে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী মন্তব্য করে।

প্রতিষ্ঠানটি কাপ্তাই বিএফআইডিসি কর্তৃক দীর্ঘ ৪০ বছর আগে সামাজিক বিভিন্ন কাজের জন্য নির্মাণ করা হয়েছিল। জায়গার প্রকৃত মালিক বিএফআইডিসি।

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখা ইউনিট প্রধান তীর্থ জিৎ রায় জানান, এটা আমাদের সম্পত্তি তবে এটি সংস্কার করার জন্য আমাদের কোন অর্থ নেই। গণশিক্ষা কেন্দ্রটি এলাকার ছোট ছোট শিশুরা পড়া লেখা করছে।

কোন প্রতিষ্ঠান যদি নিজ উদ্যাগে এটি সংস্কার করে তাহলে আমাদের কোন আপত্তি নেই বলে জানান বিএফআইডিসি কর্তৃপক্ষ।

উক্ত মসজিদ ভিত্তি শিশুগণ শিক্ষা কেন্দ্র শিক্ষক মো. কবির হোসেন জানান, দীর্ঘ ২২ বছর যাবত গণশিক্ষা কার্যক্রম পরিচালোনা করে আসছি। এখানে ছোট-ছোট শিশুরা বাংলা, আরবী, ইংরেজি, অংক, স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে সুনামের সাথে পাঠদান করে আসছি। বর্তমানে কেন্দ্রটি একপাশে মাটি ধসে হুমকির মুখে পড়েছে। ছোট ছোট শিশুদের পাঠদান করতে গিয়ে ভয়ে থাকতে হয়। তাই ভাঙ্গন রোধে যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠন এটি সংস্কার করার জন্য আহ্বান জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন