parbattanews

কাপ্তাই শিল্প এলাকায় বন্য হাতির তাণ্ডব

রাঙ্গামাটি কাপ্তাইয়ের শিল্প এলাকায় বন্য হাতির তাণ্ডবে একটি বসতঘর, দোকান ও গাড়ি ভাংচুর করার খবর পাওয়া গেছে। প্রতিদিন এলাকার বাসবাসরত লোকদের রাত কাটে আতঙ্কে কখন হাতি মামা হামলা করে।

এভাবে প্রতিদন পার্শ্ববর্তী জঙ্গল হতে ২/১টি হাতি এসে এলাকায় হামলা চালায়। মানুুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে চলছে। রোববার (১১ জুলাই) ভোর ৪টা বাজে এলপিসির অস্থায়ী শ্রমিক সেলিম তালপট্টি এলাকায় ঘুমান্ত অবস্থায় তার বসবাসরত ঘরটি বন্যহাতি তাণ্ডব চালিয়ে ভেঙ্গে দেয়। ভাগ্যক্রমে সেলিম ঘর হতে দৌড়ে পালিয়ে রক্ষা প্রাণে রক্ষা পায় বলে জানান।

এছাড়া একই দিন সড়কে রাখা একটি মিনি ট্রাকের গ্লাস ও দরজা এবং বটতল এলাকার তোফাজ্জল এর দোকান ভেঙ্গে ফেলে। ক্ষতিগ্রস্ত লোকজন প্রশাসনের নিকট ক্ষতিপূরণ দাবি করেন।

এলাকার বসবাসরত লুবনা, লিমন ও মুনসুর বলেন, আমরা প্রতিদিন ঘরের শিশুদের নিয়ে আতঙ্কে থাকি। আমরা এ বন্যহাতি হতে একটু পরিত্রান চাই বলে প্রশাসনের নিকট তথা বন বিভাগের প্রতি আবেদন জানান।

Exit mobile version