কাপ্তাই শুরু হতে যাচ্ছে “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’-২৫”


বিগত বছরের ন্যায় রাঙামাটির কাপ্তাইয়ে ‘শিশু নিকেতন স্কুলে’ শুরু হতে যাচ্ছে “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’-২৫”।
‘শিশু নিকেতন স্কুল’টি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। আগামী ৮ নভেম্বর শনিবার’২৫ইং তারিখ সকাল ৯.৩০ টায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও ২ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড। নিবন্ধন ফ্রি হিসেবে ১৫০/- টাকা ধরা হয়েছে। দুইটি বিভাগে নিবন্ধন করা যাবে। ‘ক-বিভাগ’ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং ‘খ- বিভাগ’ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্বরূপ সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ গিফট, মাসিক স্কলারশিপ প্রদান করা হবে বলে জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, মেধা যাচাইয়ের যথেষ্ট সুযোগ রয়েছে উক্ত স্কলারশিপের মাধ্যমে। তাই সকল শিক্ষার্থীদেরকে বলবো এসো তোমরা, নিজেদেরকে যাচাই করে নাও।”
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন কমান্ডার বলেন, কাপ্তাই উপজেলার সকল প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এবারও জমজমাট হয়ে উঠবে “জোন কমাণ্ডা’স স্কলারশিপ – ২৫”।

















