parbattanews

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে বিদায় সংবর্ধনা ও শোভাযাত্রা

BSPI Rally

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার পলিটেকনিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছ।

৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মালেক। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌ: আবদুল লতিফ, বিএফআইডিসির এজিএম প্রকৌ: মোস্তাক আহমেদ, সুইডিশ এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নুরুল কবির, পলিটেকনিকের শিক্ষার্থী আজিম, আলী আজম, সজিব, শামসুল ইসলাম প্রমূখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জোনায়েদ আহমদ লাল, ওসমান গনী। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুইডেন পলিটেকনিক শিক্ষক পরিষদ সভাপতি শাখাওয়াত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে পলিটেনিকের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সভার পূর্বে এক বর্লাঢ্য র‌্যালি ক্যাম্পাস থেকে নতুন বাজার, জেটিঘাট সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ডসংগীত পরিবেশিত হয়।

Exit mobile version