কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ।
এসময় মিছিলে শিক্ষার্থীরা গত ২২ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নির্মম হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এছাড়া বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
Facebook Comment