parbattanews

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪৭ তম ব্যাচের শোভাযাত্রা ও সংবর্ধণা

33

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪৭ তম ব্যাচের বর্ণাঢ্য জমকালো আয়োজনে বিদায় সংবর্ধণা, শোভাযাত্রা, আলোচনা সভা ও র‌্যালি ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে (শনিবার) অনুষ্ঠিত হয়। ৪৭, ৪৮, ৪৯, ৫০ ও ৫১ তম ব্যাচের আয়োজনে সকাল শাড়ে আট টায় ইনস্টিটিউট হতে জেটিঘাট পর্যন্ত শোভা যাত্রা শুরু হয়ে পুণরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়। সকল শিক্ষার্থীরা নিজ, নিজ ব্যাচের বিভিন্ন রঙের পোষাক পড়ে আনন্দ, উৎসবের মধ্য দিয়ে বিদায় বর্ষ পালন করে। পরে সকাল ১১ টায় শিক্ষক এমএইচ মাইনুল ইসলাম সিরাজির সঞ্চালনায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ  ও সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

সংবর্ধণা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা লিজা খাজা(অতি.দা.)। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের  শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান প্রকৌ. আব্দুল লতিফ, বিএফআইডিসির সহ-মাহাব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক আহমেদ, আবাসিক প্রকৌ. এম মজিবুর রহমান মজিদ, সুইডেন পলিটেকনিক প্রাক্তন ছাত্র পরিষদ চট্রগ্রাম সভাপতি তাজুল ইসলাম ও ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষকবৃন্দ। বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি দিনব্যাপী সম্পন্ন করা হয়।

Exit mobile version