parbattanews

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.)মাহফিল অনুষ্ঠিত

BSPI 24-04-2017 (1) copy

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে সোমাবার পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) মাহফিল চিপ ইনস্টাক্টর ও মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মাহাবুব উল আলমের সভাপতিত্বে ইনস্টিটিউটে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে  প্রধান অতিথি ছিলেন বিএসপিআই অধ্যক্ষ প্রকৌশলী আশতোষ নাথ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক মো. ইউসুফ, আলোচক মাওলানা মো. শহীদ উল্লাহ ওমুফতি হাবীবুল্লাহ প্রমুখ।

এ সময় সকল বিভাগীয় প্রধান,  শিক্ষক, কর্মচারী ও ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচক  মাওলানা মো. শহীদ উল্লাহ বলেন, রাসুলের আদর্শ মতে  আমাদের চলতে হবে। কোরান-হাদিস অধ্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের চরিত্র ও চোখ দুটি সমঝতা করে চললে আদর্শবান ছাত্র হয়ে চলা যাবে। তিনি আরও বলেন, আমরা আজ-কোরান হাদিস হতে দূরে সরে যাওয়ার ফলে দেশে-বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

Exit mobile version