কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
রাঙামাটির কাপ্তাই সেনা জোনের (অটল ছাপান্ন) আয়োজনে মহান বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্বাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় শহীদ আফজাল হলে অটল ছাপান্ন আয়োজনে ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মননা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল নূর উল্ল্যাহ জুয়েল, পিএসসি।
তিনি এসময় সকল প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এসময় কাপ্তাইয়ের বিভিন্ন দপ্তর প্রদান, বিভাগীয় প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সেনা অফিসার, সৈনিকগণসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের সম্মানে এক প্রীতিভোজ আয়োজন করা হয়।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই সেনা জোন, বিজদ দিবস, বীর মুক্তিযোদ্ধা
Facebook Comment