parbattanews

কাপ্তাই সেনা জোন ৫আরই ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই সেনা জোন ৫আরই( ফাইটিং ফাইভ)এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার(১১ নভেস্বর) লেকশোর পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ৫আরই অধিনায়ক লে. কর্নেল মাহামুদ হাসান, ২৩ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদ উজ্জামান, কাপ্তাই শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির কমান্ডার হুমায়ন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উথিংচিন মারমা, বিএসপি আই উপঅধ্যক্ষ আব্দুল লতিফ পাটোয়ারী, আবাসিক প্রকৌশলী এম এ মজিদ, ভাইসচেয়ারম্যান নুর নাহার বেগম, ইউপি চেয়ারম্যান, হেডম্যান এ্যাসোসিয়েশন সহসভাপতি থোয়াই অং মারমা, এলপিসি ইউনিট শাখা প্রধান এম হুমায়ন কবির, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক কাজী মোশাররফ হোসেনসহ সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অধিনায়ক-উপঅধিনায়ক ও উপজেলার প্রশাসনিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ৫আরই প্রতিষ্ঠা বার্ষিকীতে ইউনিটের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন, অস্ত্র উদ্বারসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় ইউনিটের সকল পদবীর সৈনিকবৃন্দ  উপস্থিত ছিলেন। পরে সলকে নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

Exit mobile version