কাপ্তাই হিলফুল ফুযুল যুব কাফেলার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ


‘সাহায্য মানে দান নয়, সাহায্য মানে ভালোবাসা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে একদল কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীর আয়োজনে অরাজনৈতি সংগঠন কাপ্তাই হিলফুল ফুযুল যুব কাফেলা পরিবারের উদ্যোগে অসহায়, দুস্থ, গরীবদের পবিত্র ঈদ উপলক্ষে সেমাই, নুডুস, পেঁয়াজ, তেল, লবণ, দুধ, সাবানসহ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) অত্র সংগঠনের যুবকরা ৬০ দুস্থ পরিবারের মাঝে নিজেরা পৌঁছে দেয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রামন মোকাবেলায় সকলকে নিজ, নিজ স্থানে থেকে সচেতন হতে হবে বলে জানান।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, কাফেলার, ফুযুল যুব
Facebook Comment