parbattanews

কাপ্তাই হৃদের পানি হ্রাস পাওয়ায় ডুবোচরে চাষ শুরু করেছেন কৃষকরা

কাপ্তাই প্রতিনিধি:

দীর্ঘ অপেক্ষার পর কাপ্তাই হৃদের পানি ধীরে ধীরে হ্রাস পাওয়ার কারনে সেখানে জেগেওঠা ডুবোচরে অনেক কৃষক চাষের কাজ শুরু করেছেন। তবে অন্যন্যা বছরের তুলনায় এবার হৃদের পানি অনেকটা ধীর গতিতে হ্রাস পাচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানান।

কাপ্তাই হৃদের পানি কমার সাথে সাথে প্রতিবছর জেলার হাজার হাজার কৃষক ভাঁসমান চরে ধানসহ বিভিন্ন ফসল চাষ করেন। এবছর দীর্ঘ অপেক্ষার পর হৃদের যতটুকু পানি কমছে কৃষকরা ততটুকু ভাঁসমান জায়গায় চাষ শুরু করছেন।

কৃষক মংসি মারমা, সিংওসি চাকমা, রুমা মারমা, মালেক মোল্লা, শাহাবুদ্দীনসহ অন্যান্য কৃষকরা বলেন, অন্যন্যা বছরের তুলনায় এবার কাপ্তাই হৃদের পানি খুব ধীর গতিতে কমার ফলে আমরা চাষ করতে পাড়ছিনা। অপেক্ষায় আছি কখন পানি কমবে আর আমরা ভাঁসমান হৃদে চাষ শুরু করবো।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানা যায়, দেশের বিদ্যুৎ উৎপাদনের স্বার্থে উপরের নির্দেশ মোতাবেক আমরা পানি ছাড়ছি। কারন আগামী এপ্রিম-মে মাসে প্রচন্ড খড়ার কারনে হৃদে পানি থাকা অত্যন্ত জরুরী। এদিকে পানি দ্রুত কমানোর জন্য বিভিন্ন মহলেরও চাপ রয়েছে। কিন্তু দেশের জাতীয় স্বার্থে ইচ্ছা করলেই আমরা পানি কমাতে পারি না । তবে নিয়ম অনুযায়ী পানি হ্রাস পাচ্ছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Exit mobile version