parbattanews

কাপ্তাই হ্রদের পানি দূষিত করায় দোকান মালিককে শাস্তি

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের ফিসারি ঘাট নতুন বাস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

এ সময় এলাকার বিভিন্ন দোকান এবং হোটেলের ময়লা আবর্জনা কাপ্তাই হ্রদে ফেলে পানি দূষিত করার কারণে ভ্রাম্যমান আদালত এক দোকানীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ১০৮ এর ১৫ নং অনুচ্ছেদ অনুযায়ী ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। তাছাড়া হোটেলের মালিকসহ কর্মচারীদের দিয়ে ঐ সকল ময়লা আবর্জনা পরিস্কার করানো হয়।

রবিবার ( ৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় রাঙ্গামাটির পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মচারীগণ, জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন জানান, রাঙ্গামাটি শহরের সৌন্দর্য্য রক্ষার্থে জেলা প্রশাসন বদ্ধপরিকর। কাপ্তাই হ্রদের পানি যাতে অপরিস্কার না হয়  সে জন্য সকল দোকানিদের সেসব বিষয়ে এবং এলাকার সৌন্দর্য্য রক্ষার্থে সকলকে সজাগ থাকতে হবে এবং এ ধরনের অভিযান আরও অব্যাহত থাকবে ।

Exit mobile version