parbattanews

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রোববার (১৪ জুলাই) পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল নামতে থাকায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। এতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবগুলো ইউনিট দিয়ে একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

রোববার (১৪ জুলাই) পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ড. এম.এম.এ আব্দুজ্জাহের জানান, রবিবার দুপুর পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিলো ১০১ ফিট এমএসএল (মিনস্ সি লেভেল)। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে উৎপাদন বেড়ে দাঁড়ায় ২০২ মেগাওয়াডে।

তিনি জানান, পানির উচ্চতা আরো বৃদ্ধি পেলে কাপ্তাই বাঁধের স্পীল ওয়ে দয়ে অতিরিক্ত পানি ছাড়া হবে। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ ছিলো। ফলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে ৪০ মেগাওয়াডে এসে দাঁড়ায়।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি শহর সহ বিভিন্ন উপজেলায় হ্রদ তীরবর্তি বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। রোববার সকাল থেকে বৃষ্টিপাত কম হওয়ায় পানি নামতে শুরু করেছে। বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসতে পারে বলে জানান স্থানীয়রা।

Exit mobile version