parbattanews

কাপ্তাই হ্রদের পানি হ্রাস বিদ্যুৎ ও পেপার মিলের উৎপাদন ধস

kargu

কাপ্তাই প্রতিনিধি :

প্রচন্ড খড়তাপে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এশিয়ার বৃহৎ পরিকল্পিত কাপ্তাই হ্রদে পানি হ্রাস পেয়ে আজ মড়া হ্রদে পরিণত হয়েছে। হ্রদের দু’পাশের বিশাল,বিশাল পাহাড় প্রচন্ড তাপদাহে চুম্বুকের মত হ্রদের পানি শোষন করে নিচ্ছে।

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন, পানি বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র কাঁচামাল পারাপার প্রণালী কার্গো টলি, কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর বাঁশ সরবরাহ চিপার হাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ার ফলে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। ভু-গর্ভস্থ পানি স্তর নিচে নেমে যাওয়ায় এ সকল বৃহৎ প্রতিষ্ঠানের উৎপাদন ধবস নামার ফলে অর্থনীতিতে দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা।

প্রতিষ্ঠানের প্রধানগন জানান, এ মৌসুমে হ্রদের পানি হ্রাস পাওয়ায় উৎপাদনে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। মুষলধারে বৃষ্টিপাত না হলে আরো বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে প্রতিষ্টান প্রধানরা ধারণা করেন।

উল্লেখ্য, হ্রদের পানির ওপর নির্ভর করে কয়েক লাখ খেটে খাওয়া মানুষ বিভিন্ন কর্মে জড়িত রয়েছে।

Exit mobile version