কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদের হারানোর গৌরব ফিরিয়ে আনা হবে। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা কিছু করার দরকার তাই করা হবে।
শনিবার (০৪ মে) সকালে কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন ও বিপণন কেন্দ্রের আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএিফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী মৎস্য পেশার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, বন্ধকালীন সময়ে আপনারা তিনমাস মাছ শিকার করবেন না, ছোট মাছ ধরবেন না, কারেন্ট জাল, মশারি জালসহ ক্ষতিকর জাল ব্যবহার করবেন না। হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আব্দুর রহমান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রদের মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়নে যা কিছু করার করবেন। তবে এটি রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব। চাষের ক্ষতিকর কীটনাশক যাতে হ্রদে না পড়ে সেইদিকে সতর্ক থাকতে হবে। খুব শিগগিরই বিএফডিসি ঘাটে একটি আধুনিক ফিসিং ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল এর সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. আব্দুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী বক্তব্য রাখেন। এসময় মৎস্য ব্যবসায়ী, জেলেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এরপর জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।