কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে ফসলের সমারোহ

fec-image

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে নানা ফসলের সমারোহ। ভালো ফসলের আশা করছে চাষিরা।

চৈত্র-বৈশাখ মাসে খড় তাপে কাপ্তাই হ্রদে বিশাল পানি শূন্যতা দেখা দেয়। শুকনো জেগে ওঠা পরিত্যক্ত হ্রদের পাশে তাদের মনের মত বিভিন্ন মৌসুমী ফসল ফলে তাদের স্বপ্ন পূরণ করে। চাষিরা দীর্ঘ মাস অপেক্ষা করে, কখন হ্রদের পানি শুকাবে আর ফসল ফলবে।

তাই চৈত্র মাসে লেকের পানি ধীরে ধীরে কমতে থাকলে। তারপর চাষীরা তাদের বিভিন্ন ফসল বুনতে থাকে। দীর্ঘ অপেক্ষার পর জেগে ওঠা হ্রদের দু’পাশ জুড়ে চাষিরা ধান, ঢেঁড়শ, কুমড়া, বড়কটি, মিষ্ঠ আলু, পুইশাকসহ হরেক রকম ফসল বুনতে শুরু করেছে। আগামী বর্ষা মৌসুমের মধ্যে অনেক চাষী তাদের স্বপ্নের ফসল বিক্রয় করে স্বপ্ন বাস্তবায়ন করবে।

এদিকে কাপ্তাইয়ের মৌসুমী চাষী শাহাবুদ্দিন বলেন, প্রতি বছর আমরা অপেক্ষা করি কখন পানি শুকাবে আর আমরা সে শুকনো পরিত্যক্ত হ্রদের পাশে ফসল চাষ করবো এবং আমাদের স্বপ্নপূরণ করবো।

এদিকে মৌসুমী চাষী খনজিলা চাকমা বলেন, আমরা অনেক দিন যাবৎ অপেক্ষা করি কখন পানি কমবে। পানি কমতে শুরু করেছে আমরাও বিভিন্ন ফসলের চাষ শুরু করেছি। এদিকে বিলাইছড়ি কালাপি মারমা বলেন, জেগে ওঠা চরের পাশে লাগানো ফসল বিক্রয় করে আমরা আমাদের ছেলেমেয়ের বিবাহ, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বই, খাতা, লেখাপড়া খরচ, হালখাতাসহ সংসারের খরচ মিঠাবো বলে উল্লেখ করেন। এদিকে আগামী কয়েক মাসের মধ্যেই আমরা ফসলের আশা করছি, তা বিক্রয় করে আমাদের স্বপ্ন পূরণ করবো বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ, চর, ফসল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন