কাপ্তাই হ্রদে জেলেরা ধরলো ২৩ কেজি ওজনের`বাঘাইড়’ মাছ
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বাঘাইড় মাছ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হ্রদের সুবলং চ্যানেল থেকে মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী নাছির বলেন, এই মাছটি কাপ্তাই হ্রদে সচারচর পাওয়া যায় না। বছর তিনেক পরে পরে পাওয়া গেলেও ছোট আকারে পাওয়া যায়। যার ওজন সর্বোচ্ছ ৫/৬ কেজি হয়। এ ব্যবসায়ী আরও বলেন মাছটি বনরূপা বাজারে আনা হয়েছে। এখনো বিক্রি হয়নি। কেজি প্রতি ১৮ শত-২ হাজার টাকায় বিক্রি করা হবে।
রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, কাপ্তাই হ্রদে এ জাতের মাছ সহজে পাওয়া যায় না। যদি বছর তিন বছরে একবার ধরা পড়লেও আকারে তা ছোট হয়। এটাই প্রথম হ্রদে এত বড় `বাঘাইড়’ ধরা পড়লো।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজসরভেশন অব নেচারের ( আইইউসিএন) রেড লিস্ট ( লাল তালিকাভুক্ত প্রাণী) অনুযায়ী মিঠা পানির মাছ বাঘাইড় ‘মহাবিপন্ন’। তাই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ মাছ ধরা নিষিদ্ধ ও দণ্ডনীয়।
আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, কেনা-বেচা, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।