কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু
রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে মাহিদুর রহমান মুহিত (১২) এবং আহনাব সাদিব ইনাম (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে শহরের পর্যটন রোড এর আমেনা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুন) বিকেলে মুহিত ও ইনাম দুই বন্ধু মিলে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। সাতার না জানার কারণে দু’জন নদীর গভীর পানিতে ডুবে যায়। স্থানীয়রা ডুবে যাওয়া দুই বন্ধুকে নদী থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।