কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলার কাপ্তাই হ্রদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে বুধবার (২৫ অক্টোবর) ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
যেকোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সকাল থেকে রাঙামাটিতে হালকা বৃষ্টিপাত হয়েছে। পুরোদিন আকাশ মেঘাছন্ন ছিলো।