parbattanews

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের সূচনা করেছে।

শুক্রবার (১২এপ্রিল) সকাল ৮টা থেকে এসব সম্প্রদায় স্ব-স্ব এলাকায় কাপ্তাই হ্রদেও জলে ফুল ভাসাতে থাকে।

এদিকে রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা সম্প্রদায় শুক্রবার সকাল ৯টার দিকে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে তাদের বৈসুক উৎসবের সূচনা করে।

ওইদিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এসময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর পর ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষরা সম্প্রদায়ের বয়ো:বৃদ্ধদের স্নান করিয়ে তাদের পরিধানের জন্য নতুন কাপড় উপহার দেওয়া হয়।

এরপরই বৈসুক উৎযাপন কমিটির উদ্যোগে হ্রদের পাড়ে ওইদিন সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের ঐতিহ্যর পাজন এবং বাহারি রকমের পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়।

তবে এ বছর রাঙামাটিতে বিজুতে তেমন উৎসব মূখর পরিবেশ ছিলো না। কারণ চলতি বছরে পাহাড়ে হত্যাকান্ড, গুম, খুনের কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাসিন্দাদের মনে আতংক ছিলো। সাদামাটা পরিবেশে বিজু উৎসব পালন করছে তারা।

Exit mobile version