কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত

fec-image

রুই জাতীয় মাছের উৎপাদন বাড়াতে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ হওয়ার ২য় দিনে ২ মে. টন পোনা ছাড়া হয়।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার রোববার (০২ মে) সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি রাঙামাটির মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন। পরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয় এবং হ্রদে অবৈধ ব্যবহারের কারণে আটক বিপুল পরিমানে কারেন্ট ও মশারী জাল পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মো. আব্দুল লতিফ, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি রাঙামাটির মার্কেটিং অফিসার শোয়েব শাহীন জানান, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনের পাশাপাশি কার্প জাতীয় মাছের উৎপদান বৃদ্ধির লক্ষে এ বছর ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন