parbattanews

মাছ শিকার বন্ধের ফাঁকে কারিগররা জাল-নৌকা মেরামতে ব্যস্ত

মাছ শিকার বন্ধ থাকার ফলে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত কারিগর

 

কাপ্তাই হ্রদে জেলেদের তিন মাস যাবৎ সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকার ফলে জাল ও নৌকা এ ফাঁকে মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে কারিগররা।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক দেশের বৃহৎ পরিকল্পিত হ্রদে মাছের প্রজননের জন্য মে থেকে তিন মাস যাবৎ সকল ধরনের মাছ শিকার বন্ধ আছে। এ ফাঁকে জেলেদের মাছ ধরা নৌকা ও ফাঁটা-ছেঁড়া জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

কারিগর শহর জল দাশ বলেন, তিন মাস মাছ শিকার নিষিদ্ধ থাকার ফলে আমাদের আর কোন কাজ নেই তাই আমাদের ছেঁড়া ফাটা জালগুলো সেলাই করে নিচ্ছি। আবার অনেক বড় ব্যবসায়ীরা এ ফাঁকে নতুন জাল বুনছে বলে স্বপন দাশ জানান।

এদিকে বল্লরাম জল দাশ বলেন, জালের পাশা পাশি আমাদের মাছ ধরা নৌকাও আমরা মেরামত করে নিচ্ছি। প্রতিদিন মেরামত কাজে কারিগররা ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি সুখ ও দুঃখের কথা সেরে নিচ্ছেন বলেও জানান।

Exit mobile version