parbattanews

কাপ্তাই হ্রদ থেকে ১০ লাখ টাকার সেগুন কাঠ আটক

Tree Atok-01

জেলা সংবাদদাতা, রাঙামাটি :

গভীর রাতে বন বিভাগ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীপথে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে দুইটি ইঞ্জিন বোটসহ প্রায় ৮’শ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করেছে রাঙামাটি বনবিভাগ কর্তৃপক্ষ।

যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। বুধবার রাত চারটার সময় শহরের ডিসি বাংলো সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে এই বিপুল পরিমান গোল সেগুন কাঠ আটক করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দণিক্ষ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে থাকা মো. হাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই হ্রদে স্পিড বোটের মাধ্যমে অভিযান পরিচালনা করে সেগুন কাঠ গুলো দুইটি ইঞ্জিন বোটসহ আটক করা হয়েছে। তবে পাচারকারিরা পালিয়ে যায়। এব্যাপারে বন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Exit mobile version