কাবাডিতে চ্যাম্পিয়ন জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়
৪৯তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন রাঙামাটির দুর্গম উপজেলার জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। দলটি উপজেলা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চলভিত্তিক সব দলকে পরাজিত করে এ সাফল্য অর্জন করে।
রোববার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থা মাঠে অনুষ্ঠিত খেলায় পদ্ম অঞ্চলকে (ঢাকা বিভাগকে) পরাজিত করেন তারা।
বিদ্যালয়টি ২০১৯ সালে ৪৮তম প্রতিযোগিতায়ও দেশ সেরা হয়। এরপর করোনার কারণে এ প্রতিযোগিতা হয়নি। ২০২২ সালে ৪৯তম প্রতিযোগিতায়ও দেশ সেরা হল বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা দলের সঙ্গে আছেন। তিনি বলেন, সোমবার বিকালে ময়মনসিংহ থেকে তারা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবে। দলের সব খেলোয়াড় ভাল আছেন।
ঘটনাপ্রবাহ: কাবাডি, চ্যাম্পিয়ন, জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়
Facebook Comment