কাবুলে বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী নিহত
কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে আফগান তালেবান সরকারের শরণার্থী মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও আরও ছয়জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন তার ভাতিজা আনাস হাক্কানি। বুধবারের এ ঘটনায় শোক প্রকাশ করে আনাস হাক্কানি বলেন, ‘আমরা এক সাহসী মুজাহিদকে হারালাম। আমরা তাকে ও তার ত্যাগকে কখনও ভুলব না।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খলিল হাক্কানি ২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মতে, ২০ বছরের যুদ্ধকালে বড় ধরনের হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।
বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে শহরাঞ্চলে একের পর এক হামলা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক বিস্ফোরণে চারজন নিহত হন। ২০২৩ সালে ইসলামিক স্টেট (আইএস) তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হামলা চালায়, যাতে কমপক্ষে পাঁচজন নিহত হন।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ খলিল হাক্কানিকে ‘বিশ্বের বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে। তার সন্ধানে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।