parbattanews

‘কারাতে, উশু ,তায়াকোনডো সুরক্ষার কৌশল’

বিপদে নিজেকে বাঁচাতে হলে আত্মরক্ষার একমাত্র কৌশল হিসেবে কারাতে, কুংফু, উশু, তায়কোনডো অন্যতম একটি উপায়। আর সে লক্ষ্যে পার্বত্য বান্দরবানের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে বান্দরবান জিমনেশিয়াম হল প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি।

প্রশিক্ষণ ক্যাম্প আয়োজক কমিটির সদস্য আহ্বায়ক তিংতিংম্যা এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা হ্যান্ডবল টিমের আহবায়ক দুই চিং প্রু লুভু, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উশৈনু সহ আরো অনেকে।

অনুষ্ঠানে পাঁচটি ইভেন্টে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা আগত অতিথিদের সামনে খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এবার প্রশিক্ষণ ক্যাম্পে পাঁচটি ইভেন্টের ৬৩ জন অংশ নিচ্ছেন।

Exit mobile version