parbattanews

কারাতে প্রশিক্ষণকে গতিশীল করতে সময় বাড়ালো খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণের আওতায় খাগড়াছড়িতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেসিয়ামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা এই আয়োজনের প্রসংশা করেন এবং এই প্রশিক্ষণকে গতিশীল করতে খাগড়াছড়ি রিজিয়নের অর্থায়নে আরও ১৫দিন প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কামরুজ্জামান পিটু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল আজম ও সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রশিক্ষক সেনসি আজাহার আলী হীরা। গত ২৯ জানুয়ারি এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে অংশ নেয় ৩০ জন মেয়ে ও ১০ জন ছেলে।

Exit mobile version