কারাভোগের পর ২৪ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

fec-image

মিয়ানমারে প্রায় দুই বছর কারাভোগ শেষে ২৪ কারাবন্দীকে ফেরত আনা হয়েছে। তবে ফেরত আসা জেলেদের স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে টেকনাফ ২ বিজিবি ও সেদেশের বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, বুধবার সকাল ১১টায় মিয়ানমারের অভ্যন্তে মংডুতে ১নং এন্ট্রি-এক্সিট পয়েন্ট টেকনাফ ২ বিজিবি এবং সেদেশের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের নেতৃত্ব দেন মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জো লিন অং।

এর আগে সকাল ১০টায় পৌরসভার জালিয়া পাড়াস্থল বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে বিজিবির প্রতিনিধি দলটি মিয়ানমারে যান। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ২৪ কারাবন্দীকে নিয়ে ফিরে আসেন। এ সময় ফেরত আসা জেলেদের মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিনের জন্য টেকনাফের আইসিডিডিআরবি’র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেটি ঘাটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়ৎ কবীর, অপারেশন অফিসার, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মৎস্য অফিসার দেলোয়ার হোসেন ও পুলিশ সদস্যরা।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, ফেরত আনা ২৪ জনের মধ্যে রয়েছে জেলে, মালয়েশিয়াগামী দালালের প্রতারনার শিকার হওয়া অনেকে।

ফেরত আসা জেলেরা হলেন, রাঙ্গামাটির কাউখালীর পাইসেহলা (৩০), মংচিং মারমা (৩৪), থৈঅংরী মারমা (৩৫), অঞ্চনা মারমা (৩৪), কংচিংউ মারমা (৩২), সাথোয়াইমং মারমা(৩২), থৈয়াইপ্রু অং মারমা (৩৪), হোয়াইক্যংয়ে জুনাইদ (১৩), আবদুল কাদের (৫০), অলি আহমদ (৩১), উলুবনিয়ার রুবেল (২৩), বান্দারবনের চাই চাই প্রু মারম (২৪), মো. সাদেক (২০), পুকুয়েটসে (৩২), দমদমিয়ার রহমত উল্লাহ (১৭), ইমাম হোসেন (১৯), শাহপরীরদ্বীপের এনায়েত উল্লাহ (২৫), মোহাম্মদ আয়াস (২৬), সিরাজুল্লাহ (২৩), নাইট্যংপাড়ার মোহাম্মদ উল্লাহ (৩৫), বরইতলীর মোহাম্মদ সলিম (২০), পুঠিয়ার মো. ছবুর (২৫), আলীপাড়ার নুরুল আলম।

টেকনাফ স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত কর্মকর্তা জানিয়েছেন, ‘মিয়ানমারের জেল থেকে ফেরত আসা ২৪ বাংলাদেশি জেলের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারো মাঝে করোনার লক্ষণ পাওয়া যায়নি। তবে কয়েকজনের সামান্য জ্বর ও কাশি রয়েছে।’

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে ফেরত ২৪ বাংলাদেশীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টেনে রাখা হবে। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন