parbattanews

কারিগরি শিক্ষা যুক্ত করে সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে

বিশেষ প্রতিনিধি:

দেশে সুনাগরিক সৃষ্টির জন্য সরকার মাদ্রাসা শিক্ষার আরও উন্নয়নে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার সাথে কারিগরি শিক্ষা যুক্ত করে নারীদের বেশি সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব একে এম জাকির হোসেন ভূইয়া মঙ্গলবার কক্সবাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কক্সবাজার আদর্শ বালিকা মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় ভারপ্রাপ্ত সচিব একে এম জাকির হোসেন ভূইয়া বলেন, মাদ্রাসা পরিদর্শনকালে দেখাগেছে, শিক্ষার্থীদের পারফরমেন্স খুব ভাল। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও ভদ্র। তিনি এই মাদ্রাসা উন্নয়নে যথাসম্ভব ভূমিকা রাখবেন বলেও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়াতু মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, উন্নত জাতি গঠনে মাদ্রাসা গুলো সুনাগরিক তৈরি করছে। মহিলা মাদ্রাসা গুলো আদর্শ মা তৈরি করছে।

Exit mobile version