parbattanews

কার্বারী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়নি, অভিযান অব্যাহত

 রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত গ্রাম প্রধান (কার্বারী ) পার্থ মণি চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৪জুন) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।

নিহত গ্রাম প্রধান (কার্বারী) পার্থ মণি চাকমার বড় ছেলে রূপন চাকমা (৩৮) এবং ছোট ছেলে প্লাটন চাকমা (৩৫) জানান, আবার বাবার মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে এসেছি। আমরা এ ব্যাপারে পরে কথা বলবো।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, চলতি বছরের ১৪মার্চ নিরাপত্তাবাহিনী কর্তৃক ওই উপজেলায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলো। ওই ঘটনায় থানায় মামলা দায়ের হলে কার্বারী পার্থ মণি চাকমা মামলার স্বাক্ষী ছিলো।

ওসি আরও বলেন, বর্তমানে এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে, পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

১৩মার্চ দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুরাছড়ি ইউনিয়নের লুলাংছড়ি গ্রামে একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী পার্থ মণি চাকমাকে তার বাড়ির উঠানে গুলি করে মৃত্যু
নিশ্চিতের পর পালিয়ে যায়।

Exit mobile version