parbattanews

কালারমারছড়া বাজারে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মহেশখালীর কালামারছড়া বাজারে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিস স্টেশন দূরে হওয়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা তড়িৎ ছুটে গেলেও বৈদ্যুতিক শর্ট ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ভয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম না হলেও যথাসাধ্য চেষ্টা করে।

এসময় কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী মেজবাহ উদ্দিন আরজু।
এলাকাবাসীর অভিযোগ, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলেও তারা তৎক্ষণিক বিদ্যুৎ লাইন বন্ধ না করার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে মানুষ আতংকে ছিলো।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
আল-হামরা মেডিকেল ল্যাব এর ফার্মেসির ঔষধ, ল্যাব সরঞ্জাম, টিভি, ফ্রিজ ও ৪টি জেনারেল স্টোরের বিভিন্ন মালামাল পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পুড়ে গেছে ২টি ওয়ার্কসপের নতুন পুরাতন মিলিয়ে প্রায় ৫টি মোটর সাইকেলসহ গাড়ির বিভিন্ন মালামাল ও ওয়ার্কসপের বিভিন্ন মেশিনারি।

ঘটনাস্থল পরির্দশন করেছেন স্থানীয় চেয়ারম্যান তারেক সরিফ। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

Exit mobile version