parbattanews

কাল শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট ম্যাচ

334-copy

নিজস্ব প্রতিবেদক:

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে কাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম ওয়ানডে’র আগে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কঠোর অনুশীলন করে বাংলাদেশ নারী দল। কোচ ডেভিড ক্যাপেলের নেতৃত্বে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করে খেলোয়াড়রা। এরপর খেলোয়াড় দু’দলে বিভক্ত হয়ে ম্যাচও অনুশীলন করে।

১২টার পর থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করে।

দুই দলের অধিনায়ক’ই জয় নিয়ে আশাবাদি এবং নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশের নারী দলের অধিনায়ক রুমানা ও দক্ষিন আফ্রিকার অধিনায়ক ডেনভেন নাইকার্ক।

মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশসহ খেলোয়াড়দের নিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন বাংলাদেশ কোর্স ডেবিড কেবেল।

আগামী ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকিম্যাচ গুলো অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যুতে।

Exit mobile version